শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত মার্শাল আর্ট কন্যা সান্ত্বনার নেতৃত্বে ইটালিতে বাংলাদেশের বিশাল সফলতা: স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৯টি পদক অর্জন লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেক হস্তান্তর
বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রুবেল (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। সে ঐ গ্রামের মজিবর রহমানের পুত্র।

 

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেলের সাথে ঐ স্কুল ছাত্রীর ২বছর প্রেমের সম্পর্ক ছিলো। গত ৭ জুন সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে, বাবা-মায়ের সাথে বিয়ের বিষয়ে আলাপ করার কথা বলে সাথে করে বাড়ীতে নিয়ে যায় রুবেল। অথচ ঐ মুহুর্তে রুবেলের বাড়িতে কেউই ছিলো না।

 

বাড়ীতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী ঐ স্কুল ছাত্রীকে ঘরে ঢুকিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চায় অভিযুক্ত রুবেল। ধস্তাধস্তির এক পর্যায়ে স্কুল ছাত্রীর চিল্লা-চেঁচামেচির শব্দ শুনে  রুবেলের বাবা-মা বাড়িতে চলে আসলে, ছেলের এহেন কর্ম দেখে দ্রুত তাকে ভাগিয়ে দেয়। পরে ওই ঘরে ও মূল গেটে তালা দেয় রুবেলের পরিবার। পরদিন ভোরে স্থানীয় ইউপি সদস্য ও লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছিয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার কথা হয়। কিন্তু অভিযুক্ত রুবেল সালিশে উপস্থিত না হয়ে আত্মগোপন করে। অভিযোগে এমনটি উল্লেখ করেছে ভুক্তভোগী কিশোরী।

 

পরে বাধ্য হয়ে ওই স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে মঙ্গলবার (১৫ জুন) আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত রুবেলের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে, বাড়িতে কোন পুরুষ মানুষ পাওয়া যায়নি। রুবেলের মা বলেন, গত তিনমাস আমার ছেলে ঢাকায় আছে।

 

বিষয়টি নিয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ সংক্রান্তে একটি মামলা দায়ের হয়েছে। আসামীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone