শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কিন্ডার হিল্পস্ ওর্য়্যাক সংস্থার স্পন্সরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত বিডি হেডলাইন্স ২৪ ডট কম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত বসতবাড়ির আঙ্গিনায় ফুটেছে দৃষ্টিনন্দন ফুল বাগান বিলাস! অযত্ন আর অবহেলায় তালগাছ এখন নিশ্চিহ্ন! জেলা শিল্পকলা একাডেমির জন্য ডিসি পার্কে প্রয়োজনীয় পরিমাণ জমি বরাদ্দের আবেদনপত্র! জারুল ফুলের মুগ্ধতা ছড়াচ্ছে সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়! গ্রামীণ খেলাধূলা আজ প্রায় বিলুপ্তির পথে

হাতীবান্ধায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলার অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ, হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।

 

এদিকে এর আগে সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

 

হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগর, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, রওশন হাবিব খান মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, মহিলা যুবলীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102