সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা ব্যস্ত প্রচারনায়

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা রাশেদ, মোঃ রমজান আলী ও হেলাল হোসেন কবির: আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা হওয়াতেই লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা এলাকার সম্ভাব্য মেয়র পদে নির্বাচনে আগ্রহীদের ছবিসহ দোয়া প্রার্থীর শুভেচ্ছার প্যানা ও পোস্টার এখন শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। আর এ প্যানা ও পোস্টারের মাধ্যমেই নির্বাচনে আগ্রহী সম্ভাব্য মেয়র প্রার্থীগণ তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার গত নির্বাচন হয়েছে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে হিসেব মতে আসন্ন পৌরসভা সাধারণ নির্বাচন চলতি ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি হবে। তবে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিনিয়তই ভোটারদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। সেই সাথে জনসংযোগ চলছে।

 

ভোটারদের নিকট তারা তাদের আগ্রহ প্রকাশ করার জন্য প্যানা ও পোস্টারে নিজের ছবি ও শুভেচ্ছা বাক্য লিখে গোটা পৌরসভা এলাকা ভরে দিয়েছেন।

 

আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ রেজাউল করিম স্বপন, সাবেক মেয়র মোশারফ হোসেন রানা, জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মজমুল হোসেন প্রামানিক, সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা।

 

আসন্ন পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র শমসের আলী, এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, আব্দুল হামিদ, ওয়াজেদুল ইসলাম শাহীন।

 

উল্লেখ্য, লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার মেয়র প্রার্থীর সংখ্যা আর বাড়বে না কমবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102