লালমনিরহাটে “জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) লালমনিরহাটের হাইস্কুল ফুটবল খেলার মাঠে লালমনিরহাটের নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের অয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আশিষ কুমার রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের সহ-সভাপতি লায়লা হাবিব। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ আমিনুর হায়াত আহমেদ বকুল। বক্তব্য রাখেন নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সদস্য ও সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নূর মোহাম্মদ মন্ডল প্রমুখ। এ সময় নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।