:: হেলাল হোসেন কবির :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাস্থান পরিদর্শন করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক এবং লালমনিরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্থানীয়দের সাথে আলোচনা করেন সংঘর্ষের সূত্রপাত ও হতাহত সম্পর্কে জানা যায়।
উল্লেখ্য যে, গত রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছেন বলে জানা যায়।