লালমনিরহাটের মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের তিনদীঘী মাঝাপাড়ায় মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদ সবুজ-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশাররফ হোসেন রানা। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাটের গোশালা বাজারের মৎস্য আড়ৎ ব্যবসায়ী মোঃ আলী হোসেন, মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা ভুট্টু, এল.আর.বি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইফ, লক্ষী বস্ত্রালয়ের প্রোপ্রাইটর শ্রী অশোক শাহা। এ সময় মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।