লালমনিরহাটে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা শহরের থানা রোডস্থ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন-এঁর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লালমনিরহাটের থানাপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ শাকিরুল ইসলাম। এ সময় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিলাওয়াতে কুরখান, হামদ/ নাত, পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।