শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় বিজিবি কর্তৃক ইউএসএ তৈরী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার ‎তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ খ্রি. অনুষ্ঠিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন

‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতুর বয়স ১শত ২৬বছর পূর্ণ হলেও এটি এখনও ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কার্যালয়ের কন্ট্রোল রুমে ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‎ডিজি আফজাল হোসেন বলেন, তিস্তা রেল সেতুটি দীর্ঘ দিন ধরে ব্যবহার হয়ে আসছে। বয়স ১শত ২৬বছর হলেও এটি নিয়মিত কারিগরি পরিদর্শন, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিরাপদ রাখা হয়েছে। বর্তমানে সেতুটি দিয়ে ট্রেন চলাচলে কোনো ঝুঁকি নেই।

‎তিনি আরও জানান, রেলওয়ের পশ্চিমাঞ্চল, বিশেষ করে লালমনিরহাট জেলা মিটারগেজ লাইনের দিক থেকে দেশের অন্যতম বৃহৎ অঞ্চল। এ অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও সক্ষম করে তুলতে ধাপে ধাপে মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

‎রেলওয়ের মহাপরিচালক বলেন, ব্রডগেজ লাইনে রূপান্তরের আগে তিস্তা রেল সেতুর পাশাপাশি আরও একটি নতুন রেল সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে পুরো রেল লাইন ব্রডগেজে রূপান্তর করা হবে। আপাতত মিটারগেজে ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

‎তিনি উল্লেখ করেন, নতুন সেতু নির্মাণ ও রেল লাইন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে।

‎এ সময় রেল সেতুর বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রেলওয়ের মহাপরিচালক। তিনি বলেন, রেল বিভাগের অবকাঠামো রক্ষায় সর্বত্র পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পক্ষে কঠিন। রেল সেতু ও রেললাইন রক্ষায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সহযোগিতাশীল হতে হবে।

‎মতবিনিময়কালে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা তিস্তা রেল সেতুর বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মহাপরিচালককে বিস্তারিত অবহিত করেন।

‎এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone