শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত

মহান বিজয় দিবস-২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন লালমনিরহাট কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
‎মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকাল ৬টা ৩৪মিনিট ২৪সেকেন্ডে ৩১বার তোপধ্বনি অনুষ্ঠিত হয়েছে। তোপধ্বনির পর পর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎সকাল ৯টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়।
‎সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তন (নতুন) লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত লালমনিরহাটের কালেক্টরেট মাঠে ৩ দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
‎কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়ে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‎সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎সংশ্লিষ্ট আয়োজক কর্তৃক নির্ধারিত স্থানে সুবিধামত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট/ফুটবল/কাবাডি/ হা-ডু-ডু খেলা আয়োজন হয়েছে।
‎বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
‎মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
‎সদর হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, আল-নাহিয়ান শিশু পরিবার, এতিমখানায়
‎সুবিধামত সময়ে হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, আল-নাহিয়ান শিশু পরিবার, এতিমখানায় ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
‎মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‎লালমনিরহাট শিশু পার্কে শিশুদের জন্য লালমনিরহাট শিশুপার্ক সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

‎এর পাশাপাশি লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone