লালমনিরহাটে “দুনিয়ার মজদুর এক হও এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগান নিয়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আল-আমিন-এঁর সভাপতিত্বে মোঃ আব্দুল জলিল-এঁর পরিচালনায় মোঃ শফিকুল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোঃ আফজাল হোসেন। উদ্বোধক ছিলেন মোঃ সাইদুর রহমান। প্রধান আলোচক ছিলেন মোঃ ফারুকুজ্জামান ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুস সালাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন আলহাজ্ব গোলাপ হোসেন, মোঃ আবুল খায়ের ভূঁইয়া, মোঃ শাহা-আলম, মোঃ মোতালেব হোসেন, মোঃ ইসমাইল হোসেন, ইঞ্জিঃ মোহাম্মদ সোলায়মান মিয়া, ইঞ্জিঃ আশরাফুল ইসলাম আলমগীর, ইঞ্জিঃ ফাতমা আক্তার, মোঃ মমতাজ উদ্দিন, মোঃ এরশাদুল হক, মোঃ আব্দুল মান্নান, মোঃ আবু-জাফর, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আল-আমিন, মোঃ কাছফিল রহমান, মোঃ এস, এম সাইদুল ইসলাম। এ সময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় ও লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।