শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের লড়াই লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ ‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় বিজিবি কর্তৃক ইউএসএ তৈরী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার ‎তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মোটর সাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে মামলায় প্রধান আসামি গ্রেফতার

মোটর সাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে মামলায় প্রধান আসামি গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে মোটর সাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে মামলায় র‌্যাবের অভিযানে প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

সোমবার (৮ ডিসেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম সোহল রানা (২৮) একজন ট্রাক্টর চালক। ধৃত আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫) ভিকটিমকে মোটর সাইকেল চোর হিসেবে সন্দেহ করে আটক করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর সকাল ১০টায় ধৃত আসামি ও তার সহযোগী আসামিগণ চোরাই মোটর সাইকেল উদ্ধারের জন্য ভিকটিমকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাতনামা একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চোর সন্দেহে আটক রেখে ভিকটিমের হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে ধৃত আসামি ও সহযোগী আসামিগণ ভিকটিমকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে মারাত্মক রক্তাক্ত ও জখম করে এবং হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে দু-পায়ের হাটুর নিচে বৈদ্যুতিক শক দিলে ভিকটিম গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে। ভিকটিম বাড়ীতে ফিরে না আসলে ভিকটিমের বাড়ীর লোকজন খোঁজ খবর ও অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ধৃত আসামি ও অজ্ঞাতনামা আসামিগণ মুক্তিপণের দাবিতে ১শত টাকা মূল্যের ৩টি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভিকটিমকে বাদীর কাছে বুঝিয়ে দেয়। বাদী ভিকটিমকে অসুস্থ ও মুমূর্ষু গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলে গত ২৯ অক্টোবর রাত ১১টা ৩০মিনিটে নিজ বাড়ীতে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৯, তাং-৩০/১০/২০২৫ ইং, ধারা ৩৬৪/৩৮৭/৩০২/৩৪ পেনাল কোড।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এবং র‌্যাব-৪ সিপিসি-১ মিরপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রোববার (৭ ডিসেম্বর) রাত ০০.১০ ঘটিকায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ১৬১/২৬, মাটিকাটা রোড (ইসিবি টু কালশী রোড), পল্লবী, ঢাকা সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন এর সামনে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি রংপুর জেলার পীরগঞ্জ থানার পশ্চিমপাড়া জলাইডাংগা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ হাফিজুর রহমান (৫৫) ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone