লালমনিরহাটে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম মুকুল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যু্গ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শিবেন্দ্রনাথ শিবু রায়, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বক্তব্য রাখেন ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম জুয়েল, শিক্ষক নাজিরা বেগম, আব্দুল জলিল, চিনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ শহীদ সরকার প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।