শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাটি খনন করার সময় পরিত্যক্ত বোমা উদ্ধার বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের গায়ে পড়েছে পাথরবাহী ভারী ট্রাক; মহেন্দ্রনগর মহাসড়কে চলাচল বন্ধ : যাতায়াতকারীদের দূর্ভোগ ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ৩জন আসামী আটক জনগণের সেবক হিসেবে তাদের পাশে থেকেই কাজ করতে চাই-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দসহ ১জন আটক বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত

১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ৩জন আসামী আটক

সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ৩জন আসামীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটর সাইকেলসহ ৩জন আসামী আটক করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টায় অনন্তপুর বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর কদমতলা মাঠেরপাড় নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তি মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কাশেম বাজার গ্রামের মোঃ জাহেদুল ইসলামের পুত্র মোঃ রাকিবুল ইসলাম (১৫) কে ২০টি বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে একই বিওপি কর্তৃক বিকাল ৪টা ১০মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম রামখানা ক্লিনিক মোড় নামক স্থানে আরেকটি পৃথক বিশেষ অভিযান পরিচালানাকালীন সন্দেহজনক ব্যক্তিদেরকে মোটর সাইকেল যোগে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মোটর সাইকেলসহ পালানোর চেষ্টার প্রাক্কালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৫) ও একই থানার নাগেশ্বরী কামারপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মেহেদী হাসান (৩২) কে ৩টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ১টি বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় লোহাকুচি বিওপি’র আওতাধীন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মালগারা এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে মোটর সাইকেল যোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে মোটর সাইকেল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যায়। উক্ত মোটর সাইকেল তল্লাশী করে ১১টি বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ৩৪টি বোতল যার সিজার মূল্য ১৩হাজার ৬শত টাকা ও ভারতীয় ফেন্সিডিল ১টি বোতল, যার সিজার মূল্য ৪শত টাকা এবং বিভিন্ন ব্যান্ডের মোটর সাইকেল ৩টি যার সিজার মূল্য ৩লক্ষ ৬০হাজার টাকা সর্বমোট সিজার মূল্য ৩লক্ষ ৭৪হাজার টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বকসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone