শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।

কৃষকের পাকা ধান কেটে দিলেন কৃষক দল

লালমনিরহাটে কৃষকের পাকা ধান কেটে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ পাকা ধান কাটা অনুষ্ঠিত হয়।

 

শ্রমিক ও যন্ত্রের অভাবে কৃষকের ধান সময় মতো কাটতে না পাড়ায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেয় কৃষক দল।

 

এরই ধারাবাহিকতায় দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের ২একর ও সোলায়মান আলীর ৩০শতক, হারাটি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আশরাফুল হকের ৪৫শতক সিরাজুল হকের ৪০শতাংশ জমির ধান কেটে দেন কৃষক দলের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাহেরুল হক দুলু, লালমনিরহাট সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন। এ সময় লালমনিরহাট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুলাঘাট ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন শাখার সভাপতি এএইচএম রাশেদ, হারাটি ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, গোকুন্ডা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, বড়বাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল হকসহ লালমনিরহাট জেলা ও সদর উপজেলা কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

 

ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথি লালমনিরহাট জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা বলেন, লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় কৃষকদের পাশে আমরা দাঁড়াবো এবং যারা অর্থের অভাবে ধান কাটতে পারেন না তাদের খুঁজে বের করে আমরা তাদের ধান কেটে দিবো। এ মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone