লালমনিরহাট সদর উপজেলা’র জন প্রতিনিধিবৃন্দের সাথে- মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী-এঁর সভাপতিত্বে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর ইসলাম নুরু প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হক পাটোয়ারী সাজুসহ বিএনপি ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মতবিনিময় সভা শেষে লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৭০জন জন প্রতিনিধি বিএনপির সদস্য হিসেবে ফর্ম সংগ্রহ করেন।