লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরের ভারতীয় মালামাল শীসাসহ WB785576 ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি।
জানা যায়, স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)র বুড়িমারী বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আজহারুল ইসলাম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল শীসা সাদৃশ্য বস্তুুসহ WB785576 ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়।
আটককৃত ড্রাইভারের নাম সমির পাল। তার পিতা- গৌরাঙ্গ পাল।
আটককৃত দ্রব্য সামগ্রীর সিজার করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর সহকারী কাস্টমস কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ।
আটককৃত মালামালের পরিমান ও সিজার মূল্য- (ক) শীসা সাদৃশ্য বস্তুু ২৭২কেজি×৪০০=১,০৮,৮০০টাকা। (খ) বাংলাদেশী OSIKIN 80 ট্যাবলেট ১৫০০পিস×৪২৫=৬,৩৭,০০০টাকা। (গ) বাংলাদেশী OSIMERT 80 ট্যাবলেট ১৫০০পিস×৩৩৩= ৪,৯৯,৫০০টাকা। (ঘ) ভারতীয় টাটা ট্রাক (WB785576) ইঞ্জিন নাম্বার (19178) চেসিস নম্বর (61987) ১টি×২৫,০০,০০০=২৫,০০,০০০ টাকা৷ আটককৃত দ্রব্য সামগ্রী সর্বমোট সিজার মূল্যঃ ৩৭,৪৫,৮০০টাকা।