শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিনি রাজশাহীর প্রতিমন্ত্রী অথচ লালমনিরহাট জেলার কালীগঞ্জের মৎস্য খামারি ধর্ষণ চেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে সুদ ব্যবসায়ীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও ফ্ল্যাশমব জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ

সুদ ব্যবসায়ীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর তেলিটারী গ্রামের আমিনুল ইসলামের ছেল সুদ ব্যবসায়ী আসাদুজ্জামান বাবুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে লালমনিরহাটের আদিতমারীর ভুক্তভোগী পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী গৃহবধূ জাহানারা বেগম, জাহানুর বেগম প্রমুখ। এ সময় লালমনিরহাটের আদিতমারীর ভুক্তভোগী পরিবারবর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অভিযুক্ত আসাদুজ্জামান বাবু স্থানীয় সাপ্টিবাড়ী বাজারে কসমেটিক্স ব্যবসার আড়ালে দীঘদিন ধরে দাদন (সুদ) ব্যবসা করে আসছেন। তার চড়া সুদে টাকা নিয়ে অনেকেই সর্বশান্ত, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় এক নারী ইতিমধ্যে বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানান এলাকাবাসী।

 

মানববন্ধনে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের দোলোয়ার হোসেনের স্ত্রী (গৃহবধু) জাহানুর বেগম বলেন, আমি ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দাদন ব্যবসায়ী আসাদুজ্জামান বাবুর কাছে ২লক্ষ টাকার বিনিময় প্রতিমাসে ৩০হাজার টাকা সুদ দেই। এ ভাবেই ১৮ মাস সুদের টাকা দেয়ার পর আসাদুজ্জামান বাবুকে আসল ২লক্ষ টাকা ফেরত দেন। ওই সময় চেক ও স্ট্যাম্প ফেরত না দিয়ে আসাদুজ্জামান বাবু ৮লক্ষ ৭০হাজার টাকা দাবী করে জাহানুরকে লিগ্যাল নোটিশ পাঠান।

 

একই গ্রামের মমিন উল্লাহর স্ত্রী (গৃহবধূ) জাহানারা বেগম বলেন, আমিও প্রায় ২বছর পূর্বে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দাদন ব্যবসায়ী আসাদুজ্জামান বাবুর কাছ থেকে ৬৫হাজার টাকা নিয়ে প্রতিমাসে ৯হাজার ৭শত টাকা হিসেবে দীর্ঘ ৮ মাস সুদের টাকা দেই। এরপর আসাদুজ্জামান বাবুকে আসল ৬৫হাজার টাকাও পরিশোধ করি। কিন্তু ওই সময় স্ট্যাম্প ও চেক ফেরত না দিয়ে এখন ৩লক্ষ ৫০হাজার টাকার দাবিতে মামলা করেন।

 

আরও এক ভুক্তভোগী আদিতমারীর দক্ষিণ পাড়া মৃত আঃ খালেক এর পুত্র আবু বক্কর সিদ্দিক বলেন, আমি আসাদুজ্জামান বাবুর কাছে ১লক্ষ টাকা নিয়েছি, টাকা পরিশোধ করার পরও এখনও দাবি করছেন সেই টাকার। তার কাছে আমার দুটি ফাঁকা চেক ও ষ্ট্যাম্প রয়েছে। চেক থাকার কারণে প্রতিনিয়ত মামলার হুমকি দিচ্ছেন।

 

এ ঘটনায় নিরুপায় জাহানুর ও জাহানারা বাদী হয়ে আসাদুজ্জামান বাবু’র বিরুদ্ধে আদিতমারী থানায় পৃথক পৃথক দুইটি অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোন ব্যবস্থা নেননি। ফলে আসাদুজ্জামান বাবুকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

 

অভিযুক্ত দাদন ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু সাংবাদিকদের বলেন, সুদে নয়, টাকা সমিতির মাধ্যমে হাওলাত দিয়েছি। টাকা চাওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এমনটা করছেন।

 

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর বলেন, দাদন ব্যবসা বেআইনি। অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone