লালমনিরহাটে “প্রবীণদের স্বস্তিময় জীবন-আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক, পৌরসভা, জেলা সমাজসেবা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ ইউনুস হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসান, লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, লালমনিরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এস. এ. হামিদ বাবু। এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্য একটি বর্ণাঢ্য র্যালি লালমনিরহাট পৌরসভা চত্ত্বর থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।