লালমনিরহাটের আদিতমারীতে ঘুমন্ত অবস্থায় স্বামীর গায়ে গরম সোয়াবিন তেল গায়ে ঢেলে দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রী। মামলা দায়ের গ্রেফতার স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা নাগাদ মোঃ শাহ আলম (৩৬) ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়লে তার স্ত্রী মোছাঃ লাবনী খাতুন (২৭) গরম সোয়াবিন তেল তার স্বামীর গায়ে ঢেলে দিয়ে ঝলসে দেয়। পরে তার আত্মচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে মোঃ শাহ আলমকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে। সিএম এস হাসপাতালে ভর্তি করেন।
মোঃ শাহ আলম দিনাজপুর সদর উপজেলার দক্ষিণবালবাড়ি গ্রামের মৃত্যু আব্দুল হামিদের ছেলে। সে দীর্ঘ দিন ধরে লালমনিরহাট মিলিটারি ফার্মে কর্মরত রয়েছে। চাকুরীর সুবাদে ১৩/১৪ বছর পূর্বে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস ইসলামপুর গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের মেয়ে মোছাঃ লাবনী খাতুনকে বিয়ে করেন। তাদের সংসার জীবনে ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বেশ কিছু দিন ধরে। তাদের সংসারে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে ওই দিন রাতে তার স্বামী মোঃ শাহ আলমের গায়ে গরম সোয়াবিন তেল ঢেলে দিয়ে ঝলসে দেয় তার স্ত্রী মোছাঃ লাবনী খাতুন।
তারা দীর্ঘ দিন ধরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার সংলগ্ন এরশাদুল হকের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। মোঃ শাহ আলমের মা মোছাঃ আমেনা বেওয়া ছেলের এমন দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। পরে বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা বাদল কুমার-এঁর নেতৃত্বে মোঃ শাহ আলমের স্ত্রী মোছাঃ লাবনী খাতুনকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করে আদিতমারী থানায় সোপর্দ করেছেন। তবে এমন নারকীয় ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।