লালমনিরহাটের কুলাঘাট চেক পোস্টে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট চেক পোস্টে একটি বিশেষ অভিযানে ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
মাদক পাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি’র সক্রিয় ভূমিকা ও কঠোর অবস্থানের এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা কুলাঘাট চেক পোস্ট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করবে। উক্ত তথ্যের আলোকে আনুমানিক সকাল ১১টা ৫৫মিনিটে চেক পোস্টে সন্দেহভাজন একটি মোটর সাইকেল থামানোর নির্দেশ দেওয়া হলে, মোটর সাইকেলের চালক ও পিছনের যাত্রী (যিনি রোগী সেজে ছিলেন) মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া মোটর সাইকেলটি তল্লাশি করে বিজিবি সদস্যরা মোটর সাইকেলের তেলের ট্যাংকসহ বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫৪,৮০০টাকা এবং জব্দকৃত মোটর সাইকেলের বাজার মূল্য আনুমানিক ১,৮০,০০০টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজার মূল্য মূল্য ২লক্ষ ৩৪হাজার ৮শত টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক বিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কেউ মাদক সংক্রান্ত গোপন তথ্য প্রদান করলে তার পরিচয় গোপন রাখা হবে।
এই অভিযানে বিজিবি সদস্যদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।