শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হরিজন সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গরু ও ফেন্সিডিল জব্দ জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার অভিযোগে মামলায় এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ; কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত আজ লালমনিরহাট মুক্ত দিবস শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত
একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে- লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে- লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৮টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অথচ একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়েছে। এ দেশের লক্ষ লক্ষ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পুড়িয়েছে তার কোন হিসাব করে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের ১৬বছরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিচার করবো আমরা।

 

তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নয় মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা কর্মীদের মাসের পর মাস আয়না ঘরে রেখে নির্যাতন করেছে একটা লোক ও আন্দোলন থেকে সরে যায় নাই। বিএনপির পুড়ে পুড়ে আজ খাঁটি সোনা হয়েছে। একটি দলের উদ্দেশ্যে বলেন, আপনার এমন কোন বক্তব্য দিবেন না যাতে স্বৈরাচারীরা আশান্বিত হয়ে উঠে। একটি দল ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। আর একটি দল সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। অথচ এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে। এরা মোনাফেক।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আব্দুস সাত্তার-এঁর সভাপতিত্ব বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হক পাটোয়ারী সাজু, আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলা শ্রমিক দল কার্যালয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোল চত্বরে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone