লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ প্রাইভেটকার ও আসামী আটক করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কুলাঘাট চেকপোস্ট হতে গাঁজাসহ প্রাইভেটকার ও ১জন আসামী আটক করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা কুলাঘাট চেকপোষ্ট দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, আনুমানিক রাত ৯টা ৩০মিনিটে কুলাঘাট চেকপোস্টে সন্দেহভাজন ১টি প্রাইভেটকার আসতে দেখে থামানোর নির্দেশ দিলে উক্ত প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪০কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার ও ১জন আসামী আটক করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যসহ ১জন আসামী আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় গাঁজা ৪০কেজি, বাজার মূল্য ১লক্ষ ৪০হাজার টাকা, প্রাইভেটকার ১টি, বাজার মূল্য ১৫লক্ষ টাকা, মোবাইল ফোন-২টি, বাজার মূল্য ২২হাজার টাকা ও নগদ-১১হাজার টাকা, যার সর্বমোট বাজার মূল্য ১৬লক্ষ ৬২হাজার টাকা। আটকৃত আসামী মোঃ ইসমাইল হোসেন (৩৭), পিতা- মোঃ আব্দুল হাকিম, গ্রাম- মুরাড়িপুর, থানা- মিঠাপুকুর ও জেলা- রংপুরকে এর বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামালসহ লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।