লালমনিরহাটে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল বাস্তবায়ন, পরিদর্শন ও মনিটরিং টিম, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার আয়োজনে এ কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ও প্রোগ্রাম চীপ অফিসার ওবায়দুল ইসলাম প্রমুখ। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক একরামুল হক সরকার, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার সাধারণ সম্পাদক নুর ইসলাম, কাব লিডার মুকুল চন্দ্র রায়সহ নির্বাহী কমিটির গ্রুপ সভাপতি আব্দুস ছালামসহ কাব ও কাব লিডারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কাব কার্নিভাল এ ৩০টি বিদ্যালয়ের ১শত ৮০জন ও ৩০জন কাব লিডার অংশগ্রহণ করেন।