লালমনিরহাটে স্থানীয় প্রেসক্লাব, স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সিজেজি সদস্যদের সাথে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট সদরের এলআরপি-৫৩ অফিসে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশন এইড বাংলাদেশের সহযোগীতায় এ নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ রিসোর্স পার্সন ছিলেন দীপ্ত টিভির লালমনিরহাট প্রতিনিধি মাহমুদুল হক সরকার, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও দৈনিক বায়ান্নর আলো লালমনিরহাট সংবাদদাতা মাসুদ রানা রাশেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমানসহ তৃনমুল সাংবাদিক দলের ২৫জন সদস্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাটে সিজেজি দলের ক্ষুদে সাংবাদিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।