শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত মার্শাল আর্ট কন্যা সান্ত্বনার নেতৃত্বে ইটালিতে বাংলাদেশের বিশাল সফলতা: স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৯টি পদক অর্জন লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেক হস্তান্তর

লালমনিরহাটে গাছে গাছে জাম্বুরা ধরেছে

জাম্বুরা এক প্রকার টক-মিষ্টি জাতীয় ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis। মৌসুমী ফলের মধ্যে এখন সময় জাম্বুরার। এর ওজন ১কেজি থেকে ২কেজি হয়ে থাকে। এর আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। এটি একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এর পুষ্টিমান অনেক উন্নত। লালমনিরহাটের প্রায় প্রতিটি বাড়ির গাছে গাছে ধরেছে জাম্বুরা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়নের গ্রামের চাষিরা জাম্বুরার চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এ বছর লালমনিরহাটে জাম্বুরার বেশ ভালো ফলন হয়েছে।

 

ফুলগাছ গ্রামের সাহেব আলী বলেন, এখানে জাম্বুরার চাষ বেশ লাভজনক। তাই এখানকার কৃষকদের মধ্যে এ ব্যাপারে দিন দিন আগ্রহ বাড়ছে। আমার একটা গাছে অসংখ্য জাম্বুরা ধরেছে।

একই গ্রামের হযরত আলী বলেন, জাম্বুরা চাষের জন্য তেমন কোন খরচও হয় না। জনপ্রিয় ফল জাম্বুরার চাহিদা রয়েছে বেশ।

 

এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা পেলে এখানে পরিকল্পিতভাবে জাম্বুরার চাষ করা সম্ভব বলে মনে করছেন জাম্বুরা চাষীরা।

জানা গেছে, জাম্বুরা গাছের ফল পাওয়া যায় ২০বছর থেকে ৩০বছর পর্যন্ত। পরিপূর্ণ একটি গাছে বছরে ২শ থেকে ৩শ জাম্বুরা ধরে। মার্চ/এপ্রিল মাসে ফুল থেকে ফল এবং অক্টোবর/নভেম্বর মাসে জাম্বুরা পাকতে থাকে।

 

১০০গ্রাম খাদ্যযোগ্য জাম্বুরাতে রয়েছে- খাদ্যশক্তি ৩৮কিলোক্যালরি, প্রোটিন ০.৫গ্রাম, স্নেহ ০.৩গ্রাম, শর্করা ৮.৫গ্রাম, খাদ্যআঁশ ১গ্রাম, থায়ামিন ০.০৩৪মিলিগ্রাম, খনিজলবণ ০.২০গ্রাম, রিবোফ্লেভিন ০.০২৭মিলিগ্রাম, নিয়াসিন ০.২২মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন বি-২ ০.০৪মিলিগ্রাম, ভিটামিন বি-৬ ০.০৩৬মিলিগ্রাম, ভিটামিন-সি ১০৫মিলিগ্রাম, ক্যারোটিন ১২০মাইক্রগ্রাম, আয়রন ০.২মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৭মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৬মিলিগ্রাম, ম্যাংগানিজ ০.০১৭মিলিগ্রাম, ফসফরাস ১৭মিলিগ্রাম, পাটাশিয়াম ২১৬মিলিগ্রাম, সোডিয়াম ১মিলিগ্রাম রয়েছে।

 

জাম্বুরা সবার পরিচিত অত্যন্ত পুষ্টিসম্পন্ন মৌসুমী ফল। এটি উচ্চ পরিমাণে ভিটামিন-সি, ভিটামিন-বি উপাদানের পাশাপাশি বিটা ক্যারোটিন, ফলিত এসিডের উৎস। এ উপাদানগুলো গর্ভবতী মায়েদের জন্য উপকারি।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, বিভিন্ন বাগান বাড়িতে জাম্বুরা চাষ করছে স্থানীয় কৃষকরা। এ মৌসুমের আবহাওয়া জাম্বুরা চাষের উপযোগী হওয়ার কারণে ফলন ভালো হয়েছে। আমরা ইতিপূর্বে জাম্বুরা চাষিদের সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone