রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন!

সিটি এজেন্ট ব্যাংক নিয়ে চলছে ঝামেলা

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৭ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে সিটি এজেন্ট ব্যাংক নিয়ে বেশ ঝামেলার সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে পাল্টা পাল্টি অভিযোগ। নির্দিষ্ট ভাবে তদন্ত সাপেক্ষে ব্যাংকের সুনাম রক্ষার জন্য সিটি ব্যাংকের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন লালমনিরহাট সদর সিটি এজেন্ট ব্যাংকের এজেন্ট রবিউল ইসলাম মানিক।

 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় দুই বছর ধরে মেসার্স অর্পি এন্টারপ্রাইজের প্রোঃ রবিউল ইসলাম মানিক লালমনিরহাট সদরে সিটি এজেন্ট ব্যাংকের এজেন্ট নিয়ে লালমনিরহাটস্থ গোশালা রোডে পাটোয়ারী কমপ্লেক্সের দোতলায় ভাড়া নিয়ে সুষ্ঠভাবে পরিচালনা করে আসছে। উক্ত ঘরটি ভাড়া নেওয়ার সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা আব্দুল মান্নান, মেহেদী হাসান, মোনাববেরুলসহ অন্যান্য কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে ঘরটি ভাড়া নেওয়া হয়। ঘর মালিক লাবণ্য সিটি এজেন্ট ব্যাংকের কর্মকর্তা মেহেদী হাসানের সাথে যোগসাজসিক করে হঠাৎ কিছুদিন আগে ঘর ছাড়ার জন্য চাপ দিতে থাকে।

 

এজেন্ট রবিউল ইসলাম মানিক বলেন, যখন পরিচালনা করার মতো কেউ ছিলো না ঠিক তখন আমি এর হাল ধরি। এখন সুনাম নষ্ট করার জন্য বেশ পায়তারা চলছে। বিশেষ করে ঘর মালিকের সাথে আঁতাতের মধ্য দিয়ে আমাকে সরানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এমনটি হলে এর প্রভাব পড়বে এখানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ একাউন্ট খুলেছেন তাদের উপর। তাই আমি গতকাল বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সিটি ব্যাংকের চেয়ারম্যানের কাছে লিখিত ভাবে জানাইছি।

 

এ বিষয়ে ঘর মালিক লাবণ্য বলেন, এখন আমার ঘরের দরকার তাই ঘর ছাড়তে বলেছি।

 

লালমনিরহাট সিটি এজেন্ট ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্মকর্তা বিবেচনা করে দেখবেন।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102