শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ লালমনিরহাটের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মরহুম মোফাখখারুল ইসলাম মজনু’র স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে বাঁশের সাঁকোই ভরসা ৭টি গ্রামের কয়েক হাজার মানুষের! লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত পথে ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ লালমনিরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বাংলাদেশের মানচিত্র” লালমনিরহাটে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত লালমনিরহাটে সবগুলো মামলায় জড়াতে চাপ; সাংবাদিককে এলাকা ছাড়তে বললেন ওসি লালমনিরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
আওয়ামী লীগ নেতার লাথির আঘাতে অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে, থানায় মামলা দায়ের

আওয়ামী লীগ নেতার লাথির আঘাতে অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে, থানায় মামলা দায়ের

লালমনিরহাটের হাতীবান্ধায় এক অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভপাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

 

শনিবার (৮ মার্চ) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় আওয়ামী লীগ নেতাসহ ৯জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আহত গৃহবধূর শ্বশুর জোনাব আলী।

 

একই দিন সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তঃসত্ত্বা সুইটি বেগমসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছেন।

 

আহত অন্তসত্ত্বা গৃহবধু সুইটি বেগম উপজেলার টংভাঙ্গা গ্রামের সাবু মিয়ার স্ত্রী। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। স্থানীয় সাবেক এমপি মোতাহার হোসেনের ঘনিষ্ঠ ও বিশ্বস্থকর্মী।

 

অভিযোগে জানা যায়, অন্তঃসত্ত্বা গৃহবধূ সুইটি বেগমের বাড়ির পাশের তার শ্বশুর-চাচা শ্বশুরদের নামীয় ২৬শতাংশ জমি নিয়ে বিরোধ একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের। জমিতে চাষাবাদ করত সুইটি বেগমের চাচা শ্বশুর জোনাব আলী। শনিবার সকালে হঠাৎ দেশি অস্ত্রসহ দলবল নিয়ে সেই চাষাবাদ করা জমি জবর দখল করতে ঘর উঠাতে যায় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম। এতে বাঁধা দিলে জোনাব আলী ও তার স্ত্রীকে রোশনা বেগমকে এলোপাতারী ভাবে মারপিট শুরু করে সিরাজুলের লোকজন।

 

তাদেরকে রক্ষায় এগিয়ে আসেন জোনাব আলীর ভাতিজা শহিদুল, নাতি রাজবাবু ও ভাতিজি বউ সুইটি বেগম। হামলাকারীরা তাদেরকেও মারপিট করে রক্তক্ত জখম করে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ নেতা সিরাজুলের লাথিতে গুরুত্বর আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধু সুইটি বেগম। এতে তার প্রচন্ড বেগে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সেখানে অবস্থার অবনতি হলে অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভজাত সন্তানকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই সুইটি বেগমসহ আহতদের ৪জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে চিকিৎসকরা। সেখানে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু সুইটি বেগম।

 

এ ঘটনায় অন্তঃসত্ত্বা গৃহবধু সুইটি বেগমের শ্বশুর জোনাব আলী বাদি হয়ে শনিবার রাতে ৯জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

 

বাদি কৃষক জোনাব আলী বলেন, আমার চাষাবাদ করা জমিতে তারা বেড়া নির্মাণ করতে গেলে বাঁধা দেই। এতে সিরাজুল ও তার বাহিনী আমাদের ৫জনকে বেধম মারপিট ও রক্তাক্ত জখম করেছে। সিরাজুলের লাথিতে অন্তঃসত্ত্বা ভাতিজি বউ সুইটি এখনও সজ্ঞাহীন। ন্যায় বিচার চেয়ে থানায় মামলা করেছি।

 

অভিযুক্ত আওয়ামীলী গ নেতা সিরাজুল ইসলাম বলেন, আমি লাথি মারি নি। তারা মিথ্যে অভিনয় করছে। আমাদের জমি আমরা বেড়া দিতে গেলে তারা বাঁধা দিয়েছে। তখন একটু হট্টগোল হয়েছে। ভিডিও আছে। তারাও আমাদের মারপিট করেছে।

 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী বলেন, দুই পক্ষই অভিযোগ দায়ের করলে দু’টি অভিযোগই নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অন্তঃসত্ত্বা গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone