লালমনিরহাটে “জাগো বাহে-তিস্তা বাঁচাই” স্লোগানে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষা আন্দোলনে আপনাদের সরব উপস্থিতি ও সহযোগিতার জন্য- ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এ আপনাদের সরব উপস্থিতি ও সহযোগিতার জন্য- ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠিত হয়।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, মোঃ রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এ্যাড. নজরুল ইসলাম সরকার, এবিএম ফারুক সিদ্দিকী, মোঃ জাহিদ হোসেন মজনু, মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবুসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সকল সমন্বয়ক, লালমনিরহাট জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুশীল সমাজের প্রতিনিধি, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, সাংবাদিকবৃন্দসহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনে মূল্যায়ন সভায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগের পাঁচ জেলার মানুষের সঙ্গে একত্বতা প্রকাশ করে বলেন, যারা ৪৮ ঘন্টার কর্মসূচিটি অক্লান্ত পরিশ্রম ও কষ্ট করে সফল করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, যারা এই আন্দোলনে আত্মত্যাগ করতে শিখেছে তাদের এই আত্মত্যাগ কোনদিন বৃথা যেতে পারেনা। ইনশা আল্লাহ আমাদের এই আন্দোলনের সুফল আমরা খুব শীঘ্রই পাবো।
এ সময় লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিক, শুশীল সমাজ ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।