শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের লড়াই লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ ‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় বিজিবি কর্তৃক ইউএসএ তৈরী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার ‎তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম কলেজ মাঠে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও প্রত্যেক খেলায় পৃথকভাবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের মধ্যে মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদ্য নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ ফুটবল দলের সাফ জয়ী সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এদিকে, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন উপলক্ষে বর্তমানে কয়েক দিন ধরে ডেকোরেশনের কাজ শুরু হয়েছে।

 

অপরদিকে, লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত রংপুর বিভাগের ১০ রাজনৈতিক জেলার সমন্বয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টু্র্ণামেন্ট-২০২৪ এর ঐতিহাসিক এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

উল্লেখ্য যে, প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে রংপুর বিভাগের সকল জেলা বিএনপির অংশগ্রহণে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ আয়োজন করেছে। টুর্ণামেন্টকে সাফল্যমন্ডিত করতে আপনার অংশগ্রহণ ও ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone