শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটের কোদালখাতার অনিল চন্দ্র বর্মন পান চাষে স্বাবলম্বী লালমনিরহাটে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা কমিটির নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত লালমনিরহাটে হাট-বাজারে জমে উঠেছে শীতকালীন পিঠা বিক্রির ধূম লালমনিরহাটের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাইয়ের বিরুদ্ধে জমি লিখে নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটে ধনে পাতার ভালো ফলন লালমনিরহাটের চাষিরা তামাক চাষে নিরুৎসাহিত হচ্ছে না ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, রংপুর অঞ্চল নির্বাহী কমিটি ও জেলা নির্বাহী কমিটি নির্বাচিত হলেন যাঁরা! লালমনিরহাটে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে যুব সমাবেশ ও র‍্যালি, যুব ঋনের চেক, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম বর্ষপূর্তি অগ্রযাত্রায় ২য় বর্ষে পর্দাপণ ও কিছু কথা
লালমনিরহাটে তাসরুজ্জামান বাবু এর বদলি আদেশ বাতিল পূর্বক তাকে স্বপদে বহাল করতে হবে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে তাসরুজ্জামান বাবু এর বদলি আদেশ বাতিল পূর্বক তাকে স্বপদে বহাল করতে হবে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে “দেশ সংস্কার হয়েছে, এবার রেলওয়ে সংস্কার হবে” স্লোগান নিয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট এর ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগের একজন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা জনাব তাসরুজ্জামান বাবু এর প্রতি বাংলাদেশ রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের বৈষম্যমূলক আচরন ও ক্ষমতার অপব্যবহার করে বদলি করায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচীসহ অনতিবিলম্বে বাংলাদেশ রেলওয়ের সকল দূর্নীতি বন্ধ করতে হবে এবং জনাব তাসরুজ্জামান বাবু এর বদলি আদেশ বাতিল পূর্বক তাকে স্বপদে বহাল করতে হবে দাবিতে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় গেট চত্ত্বরে লালমনিরহাট রেলওয়ে ফেসবুক ফ্যানস্ ও সাধারন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলার সাধারন শিক্ষার্থীবৃন্দের পক্ষে সাদিকুল ইসলাম দীপ্ত, অরিত্র দেব প্রমুখ। এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে লালমনিরহাট সদর উপজেলার সাধারন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রোববার (৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে “লালমনিরহাট রেলওয়ের যান্ত্রিক বিভাগের (ক্যারেজ এন্ড ওয়াগন) বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী জনাব তাসরুজ্জামান বাবু-এর বদলী আদেশ বাতিল পূর্বক স্বপদে বহাল করতে স্বারকলিপি প্রদান।” লালমনিরহাট সদর উপজেলার সাধারন শিক্ষার্থীবৃন্দের পক্ষে অরিত্র দেব স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান হয়। উক্ত স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোঃ আব্দুস সালাম।

স্মারকলিপি সূত্রে জানা যায়, আমরা লালমনিরহাট সদর উপজেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক এর মাধ্যমে গত কিছুদিন আগে জানতে পারি যে, লালমনিরহাট রেলওয়ের যান্ত্রিক বিভাগের (ক্যারেজ এন্ড ওয়াগন) বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী জনাব তাসরুজ্জামান বাবু-কে অন্যায়ভাবে তাহার বর্তমান পদ হইতে পদ-অবনমন করে নিম্নপদে বদলী করা হয়েছে এবং এর পেছনে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানসহ রেলওয়ের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ জড়িত আছেন। আমরা জনাব তাসরুজ্জামান বাবু-এর বিষয়ে ফেসবুক পোষ্টের সত্যতা যাচাইয়ের নিমিত্তে গত কিছুদিন খোঁজখবর নেই এবং জানতে পারি যে তিনি দেশের প্রথম স্বয়ংক্রিয় রেলওয়ে টার্ন-টেবিলটি নিজস্ব পরিকল্পনায় রেলওয়ের অব্যবহৃত মালামাল ব্যবহার করে স্বল্প খরচে তৈরি করেছেন। এতে সারাদেশে আমাদের লালমনিরহাটের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে এই টার্ন টেবিল দেখার জন্য অনেক মানুষ এখন এখানে আসে। এছাড়াও রেল-কোচের নিজস্ব প্রযুক্তিতে হুইল সেট গাইড তৈরির মতো যুগান্তকারী উদ্ভাবন তিনি উপহার দিয়েছেন। লালমনিরহাট ক্যারেজ ডিপোর কাজের মান উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। লালমনিরহাট ক্যারেজ ডিপোর সাধারণ কর্মচারীদের সমস্যার কথা চিন্তা করে তিনি তাদের সুবিধার জন্য এদেশের স্বাধীনতার পর এখানে প্রথম কোচ লিফটিং হুইসটিং জ্যাক ও রিরোলিং ইকুইপমেন্ট টেন্ডার আহ্বান করে তা কিনে দেয়ার ব্যবস্থা করেছেন। আমরা আরও জানতে পারি ব্যক্তি জীবনে তিনি যথেষ্ট সৎভাবে জীবনযাপন করেন। তাহার বিরুদ্ধে কোনো বড় দুর্নীতির আভিযোগ আমরা পাইনি। এমন একজন ব্যক্তিকে আপনার দপ্তর হইতে তাহার পদ-অবনমন করে তাহার দপ্তর যান্ত্রিক বিভাগ হইতে অন্য দপ্তরে বদলীর সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক ও হতাশার। এ আদেশের মাধ্যমে রেলওয়ের দূর্বলতা ও দূর্নীতির চিত্র ফুটে উঠেছে। আমরা এই স্বারকলিপির মাধ্যমে আপনার নিকট অনুরোধ রাখতে চাই জনাব তাসরুজ্জামান বাবু-এর বদলী আদেশ বাতিল পূর্বক স্বপদে বহাল করতে হবে। তাহার প্রতি করা এই অন্যায়-অবিচারের সঠিক তদন্ত করতে হবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনাব তাসরুজ্জামান বাবুর মতো মেধাবী কর্মকর্তারা বাংলাদেশ রেলওয়ের গৌরব। তাহার প্রতি সম্মান ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি উন্নয়নে আপনার প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে পার্সোনেল-১ শাখা রেলভবন ঢাকা এর উপপরিচালক (পার্সোনেল-১) মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশে উল্লেখ করা হয় যে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের যান্ত্রিক বিভাগের নিম্নোক্ত কর্মকর্তাগণের বদলি ও পদায়ন আদেশ জারি করা হয়েছে। সেখানে মোঃ তাসরুজ্জামান বাবু বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন), বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট (চ.দা.)কে বিভাগীয় পার্সোনেল অফিসার, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটে বদলিকৃত পদ/ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone