শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আমন চাষাবাদে বাম্পার ফলনের আশা কৃষকদের! স্বাধীনতার ৫৩বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে হয়নি সেতু! লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন লালমনিরহাটের চাষিরা! ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি; মুছলেকা দিয়ে ছাড়া পেলো যুবক! বিজিবি ও ছাত্রজনতা স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত রাস্তা মেরামত! লালমনিরহাটের চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই (ঠাকরি কালাই) চাষ! লালমনিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক নাটক প্রদর্শন অনুষ্ঠিত
লালমনিরহাটের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ রেফাজ উদ্দিনকে অব্যাহতি!

লালমনিরহাটের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ রেফাজ উদ্দিনকে অব্যাহতি!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে কলেজের শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখার নিমিত্তে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ রেফাজ উদ্দিন-কে কলেজের উপাধ্যক্ষ পদ হতে অব্যাহতি প্রদান করেছে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ।

 

বুধবার (২৮ আগস্ট) লালমনিরহাটের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির এই সিদ্ধান্ত মোতাবেক তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবর রহমান স্বাক্ষরিত এবং লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সভাপতি জহির ইমাম প্রতিস্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

কলেজের উপাধ্যক্ষ পদ হতে অব্যাহতি প্রদান পত্রে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জ্ঞাত করা যাচ্ছে যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে কলেজের শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখার নিমিত্তে ২৭/০৮/২০২৪খ্রিঃ তারিখে অনুষ্ঠিত কলেজ পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ২৭/০৮/২০২৪খ্রিঃ হতে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ হতে আপনাকে অব্যাহতি প্রদান করা হল। কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি আপনাকে অবগত করা হল।”

 

এ ব্যাপারে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবর রহমান এবং লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সভাপতি জহির ইমাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে কলেজের শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখার নিমিত্তে উপরিউক্ত ব্যক্তিকে কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি প্রদান করে পত্র প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মিছিলে তুষভান্ডার ও কালীগঞ্জের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত হোন। শিক্ষার্থীদের অভিযোগ ওই ঘটনায় তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ রেফাজ উদ্দিন দেশীও অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে। তাই মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বার্ষিক পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন তারা। এ সময় তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ রেফাজ উদ্দিনের পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone