শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আজহারি’র মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী রাজ মিয়ার লালমনিরহাটে আজহারি’র মাহফিলে চুরির অভিযোগে ২২ নারীসহ আটক ২৩, ৮টি জিডি সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুড়িগ্রাম-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারেক চৌধুরী’র সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটের চার নদী শুকনো মৌসুমে আবাদি জমিতে রূপ নিচ্ছে লালমনিরহাটে বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি-এঁর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারি-এঁর তাফসীরুল কুরআন মাহফিল লালমনিরহাটের সফল তরুণ কৃষি উদ্যোক্তা মৃণাল চন্দ্র রায় (পঙ্কজ) লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ড. মিজানুর রহমান আজহারি-এঁর তাফসীরুল কুরআন মাহফিল লালমনিরহাটে তারুণ্যের উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত
সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়!

সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়!

Exif_JPEG_420

লালমনিরহাটে বিজ্ঞান সম্মত ভাবে চাষ করতে পারলেই সুপারি বাগান থেকে ভালোই লাভ পাওয়া যায়। সাথী ফসল হিসেবে সুপারি বাগানে পান, আদা, কচু, কলা, হলুদ, সবজি, লেবু, লটকন ও আনারস চাষ করা যেতে পারে। এ জেলার জন্য সুপারির ভালো জাত বেচে নিতে হবে। পানি দাঁড়ায় না এমন উঁচু জমি সুপারি চাষের জন্য আদর্শ। যেকোনও মাটিতে সুপারি চাষ সম্ভব। তবে বেশি ফলন পেতে বেলে-দোঁয়াশ ও পলি মাটি আদর্শ। ভালো জাতের একটি গাছ থেকে বছরে অনায়াসে ৩ হতে ৫ পোন সুপারি পাওয়া যায়।

 

নার্সারি থেকে চারা কিনে এনে লাগানো যেতে পারে। আবার কৃষক নিজেরাও চারা তৈরি করে নিতে পারেন।

 

কোদালখাতা গ্রামের হান্নান বলেন, এক সময় লালমনিরহাট জেলার কৃষকেরা নিজেদের প্রয়োজনে বাড়ির আশপাশের অল্প কিছু সুপারি গাছ লাগাতেন। এখন লালমনিরহাটে পাকা লাল রঙের সুপারি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এর পাশাপাশি সাথী ফসল হিসেবে সুপারি বাগানে পান চাষ করছি। এতে বাড়তি অর্থ আয় হচ্ছে।

 

ভাটিবাড়ী গ্রামের আনন্দ জানান, বসতবাড়ির আশপাশে আমার কয়েকটি সুপারি গাছ রয়েছে। এ গাছে সাথী ফসল হিসেবে সুপারি ও পান চাষ করছি।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার জানিয়েছেন, লালমনিরহাটের মাটি এবং আবহাওয়া সুপারি ও পান চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণে এখানকার সুপারি ও পান আকারে অনেক বড় এবং সুস্বাদু হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone