বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

টিসিবির দোকান ভাঙচুরের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১৫৪ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় টিসিবি’র দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী (৫৫) কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

 

আজ বুধবার ১ জুলাই সকালে আদিতমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শওকত আলী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ পলাশী ইউনিয়ন শাখার সভাপতি।

 

উক্ত মামলার বাদী টিসিবি ডিলার নুরবক্ত মিয়া আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি স্থানীয় নামুড়ী বাজারের ওষুধ বিক্রেতা ও টিসিবি পণ্যের ডিলার।

 

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ী বাজারের টিসিবি ডিলার নুরবক্ত মিয়ার ভাই নুরে আলম। পরে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাতিও সৌদিতে যান। নুরবক্ত মিয়ার ভাইয়ের কাগজ সঠিক থাকলেও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাতির কাগজ ঠিক না থাকায় তিনি অবরুদ্ধ রয়েছেন।

 

তার নাতিকে সৌদিতে বিক্রি করা হয়েছে মর্মে অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্ত মিয়ার টিসিবির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাধা দিলে ডিলার নুরবক্ত মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুলও গুরুত্বর আহত হন। এ সময় দোকানে থাকা টিসিবির পণ্য বিক্রির ২লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ ঘটনায় বিচার চেয়ে টিসিবি ডিলার নুরবক্ত মিয়া বাদী হয়ে পরদিন ৯ জুন পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

 

উক্ত মামলায় আজ বুধবার ১ জুলাই সকালে আদিতমারী এলাকা থেকে প্রধান আসামী পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করে আদিতমারী থানার পুলিশ।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102