সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা মৎস্য অধিদপ্তরের ১২টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২১৬ বার পড়া হয়েছে

★অবৈধ বোমা মেশিন ও স্ক্যাইলেটর (ভ্যাকু) মেশিন দিয়ে খাল খননের অভিযোগ ★লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ★জড়িত ক্ষমতাসীন দলের নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসন

মোঃ মাসুদ রানা রাশেদ ও হেলাল হোসেন কবির: লোক দেখানো মাছের ঘাটতি মেঠাতে বলা হলেও বাস্তবে তা কিন্তু নয়। পুরোপুরি পুকুর চুরি অবস্থা লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের ১২টি খাল খনন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে অবৈধ বোমা মেশিন ও স্ক্যাইলেটর (ভ্যাকু) মেশিন দিয়ে খাল খননের অভিযোগও রয়েছে। এতে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আর এসব অপকর্মে জড়িত ক্ষমতাসীন দলের নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসন। অপরদিকে কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে কর্মহীন শ্রমিকরা।

 

জানা গেছে, লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তর অর্থায়নে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় ১কোটি ৬২লাখ ৮৮হাজার টাকার খাল খনন প্রকল্পের নামে চলছে লুটপাটের মহোৎসব। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে।

 

আরও জানা গেছে, মুখরোচক গল্প সাজিয়ে প্রকল্পের টাকা লুট করা হচ্ছে। এতে করে জেলায় কৃষি কাজে সেচ সুবিধা ও জেলার মাছের ঘাটতি মিটিয়ে মৎস্য উৎপাদন বাড়বে বলে যে ধারণা দেয়া হয়েছে, তা আসলেই গোজামিল দেয়া হচ্ছে। আদলে টাকা মারো টাকা অবস্থা।

 

ফলে লালমনিরহাট জেলা মৎস্য অধিদফতরের অর্থায়নে জেলার ৫টি উপজেলায় ভরাট খাল পূণঃ খননের উদ্যোগ ব্যাহত হচ্ছে। উক্ত ১কোটি ৬২লাখ ৮৮হাজার টাকা ব্যয়ে ১২টি খাল পূণঃ খনন প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় ৯৮লাখ ৮৮হাজার টাকা, আদিতমারী উপজেলায় ১৮লাখ, কালীগঞ্জ উপজেলায় ৭লাখ, হাতীবান্ধা উপজেলায় ২৯লাখ, পাটগ্রাম উপজেলায় ১০লাখ টাকার খননের নামে গোজামিল দিয়ে কাজ শেষ করা পায়তারা করছে সংশ্লিষ্টরা। জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ক্ষমতাসীন দলের নেতা, জনপ্রতিনিধি এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে।

 

এ অনিয়মের মূল হোতা লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলসহ অন্যান্যদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার দাবী উঠেছে।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102