শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তৃতীয় দিনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা জমে উঠেছে

তৃতীয় দিনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা জমে উঠেছে

আলোর মনি রিপোর্ট: শনিবার (১ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন ও ২০২২ সালের পহেলা দিন থাকায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা এখন জমে উঠেছে। তবে বইমেলায় আগতদের সংখ্যা কম থাকলেও বিভিন্ন স্টলে বই বিক্রি চলছে। বইমেলায় তৃতীয় দিনে বিভিন্ন স্টলে ঘুরে দেখা গেছে এসব চিত্র।

 

জানা যায়, তৃতীয় দিনে মেলায় নতুন নতুন পাঠক বই পড়ার জন্য আসছেন। বইমেলায় মোট ৩০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

 

লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের স্টলে কবি জ্যাকলিন কাব্য জানান, গত দুই দিনে বিক্রি কম হলেও বইমেলার তৃতীয় দিনে বেশ ভালোই বিক্রি হচ্ছে।

 

আয়োজক কর্তৃপক্ষ জানান, বইমেলায় লোকজন কম হলেও বইয়ের ক্রেতা বেশি। আগামীকাল মেলা শেষ হবে।

 

বইমেলায় আগত দর্শনার্থী হেলাল হোসেন কবির জানান, তিনি বইমেলায় এসেছিলেন। বইমেলাটি ৪দিনের স্থলে ৭দিন হওয়া উচিৎ ছিল।

 

বইমেলায় কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, নানা বয়সী বই প্রেমি দর্শনার্থীদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে এ বইমেলা। যা আমাদের মতো জ্ঞান পিপাসুদের ভালো লাগছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone