শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :

বাগানের মৌনতা

সাকি:

তোমার চোখের মাঝে আমার কবিতা,

তোমার স্পন্দনে আমার অনুভূতি জেগে থাকে অনুক্ষন,

পরবাসী মেয়ে

তোমার অনাসক্তির মাঝে আমার জয় পরাজয় ভেসে থাকে,

জীবনের মূর্ছনায়

আমি হেরে যেতে চাই বহুবার করে,

তুমি যখন বলবে, তোমাকে খুঁজে পাওনা,

আমি সফল হয়ে উঠি,

চয়নের নিঃশব্দ বাগানে।

 

পৃথিবীতে কতো বসন্তদিন

কোকিলেরা ডেকে ডেকে চলে গেলো,

তোমাকে খুঁজে নিতে ফুলে ফুলে মৌমাছি ফিরে গেছে,

অজানা আবেশ কেন যেনো মুছে দিলো গান, আর প্রেমের নুপূর।

 

তোমার হৃদয় থেকে বহুদুরে চেয়ে বসে থাকি,

ভগ্ন প্রাসাদের টেরাকোটা ছাদের গাঁথুনিতে

কালো হয়ে মিশে গেছে শৈবাল,

মনে হয় এই তুমি

চাঁদের আলোয় জেগে থাকো সমস্ত রাত্রি জুড়ে, মেঘ রং কুয়াশার রহস্যের নিঝুম পুরে,

 

আমার হাত ধরো,

বারবার এ কেমন উষ্ণতা রুধিরে ছড়ায়, এই পৃথিবীর রক্তিম সুর্যাস্তের পথে, তোমার মায়ায় মিশে গেছি আমি,

অনুকম্পায়।

 

৯/৬/২০২১

নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone