লালমনিরহাটে “গুণগত মানসম্মত আদর্শিক ও নৈতিক শিক্ষার অঙ্গীকার” নিয়ে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ও লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার আয়োজনে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
সামছুল হক মডেল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রইসবাগ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক মাওলানা হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, সামছুল হক মডেল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের পরিচালক মাহিবর রহমান। এ সময় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ও লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।