লালমনিরহাটে সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিমের অভিযান পরিচালনা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট জেলা শহরের জেল রোডস্থ ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।
”সিভিল সার্জন অফিস লালমনিরহাট” নামক ফেসবুকে উল্লেখ করা হয় যে, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীন ভাবে পরিচালিত হয়ে আসছে। অভিযানকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দলিলাদি প্রদর্শন করতে ব্যর্থ হন। এক্স-রে ও ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই প্রতিষ্ঠানটির। এছাড়া অভিযানকালে হাসপাতালের নীচতালায় অনুমোদনবিহীন ফার্মেসি পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তানভীর আহমেদ প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালটির সকল কাগজপত্র ও অনুমোদন নিশ্চিত করার নির্দেশ দেন। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।