লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল ও অটো, রিক্সা, ভ্যান মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালমনিরহাটের মিশন মোড়স্থ জাতীয়তাবাদী শ্রমিকদল লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল ও অটো, রিক্সা, ভ্যান মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি ওমর ফারুক বাবলু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, জাতীয়তাবাদী শ্রমিকদল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ জাতীয়তাবাদী শ্রমিকদল লালমনিরহাট জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।