লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী, রায়পাড়া এবং খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)’র নেতৃত্বে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে এলিট গ্রুপ ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় লালমনিরহাট পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুজাতা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো শীত মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা পেয়েছে। মানবিক এই উদ্যোগের জন্য ইউএসএস, একশনএইড বাংলাদেশ ও এলিট গার্মেন্টস-এর প্রতি স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, প্রকল্প এলাকার উপকারভোগী স্পন্সর শিশুর পরিবার, নারী ও যুব দলসহ অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৩শত ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।