শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুমোদনহীন ও মানহীন ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠিত সার সংকটে বিক্ষুব্ধ কৃষকদের জাতীয় মহাসড়ক অবরোধ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাচা আটক হলেও খলনায়ক ভাতিজা ধরা ছোঁয়ার বাহিরে!

প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাটের থানা রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রথম আলোর আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের পত্রিকার পাঠকদের মধ্যে ৫৭ ভাগ পাঠক প্রথম আলো পড়েন। এটা আমার কথা নয়। গুরুত্বপূর্ণ সংস্থার জরিপের তথ্য এটা। কেন পড়েন? এটা হচ্ছে বস্তুনিষ্ঠ সাহসিকতার জন্য। প্রথম আলো জন্মের দিন থেকে জনপ্রিয়তা ধরে রেখেছে, এটি হচ্ছে বস্তুনিষ্ঠ সত্যি সংবাদ প্রকাশের সাহসিকতার কারণে। যার কারণে প্রথম আলো এখন পর্যন্ত বাংলাদেশের বহুল প্রচারিত একটি পত্রিকা। প্রথম আলো হচ্ছে এমন একটি পত্রিকা, যেখানে নিভৃত পল্লীর কেউ যদি ভালো কাজ করেন, সেটাকে প্রথম আলো অনেক বড় করে প্রকাশ করে। এই যেমন কেউ নিজের পয়সা খরচ করে বাড়ি বাড়ি গিয়ে বই পড়তে দেন, অনেকে গাছ রোপণ করেন, তাদের কে জাতির সামনে তুলে ধরে। প্রথম আলো পরিবেশ সুরক্ষা, জীব বৈচিত্রসহ রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে। যারা রাজনীতি করেন, তাদের সমালোচনাও হয় প্রচুর পরিমানে, হওয়াও উচিৎ। না হলে রাজনীতিবিদরা সংশোধন হবেন না। কিন্তু রাজনীতিবিদরা যদি ভালো কাজ করেন, সেটাও তো প্রকাশ করতে হবে।

এ সুধী সমাবেশে শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, কবি সাহিত্যিক, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতকে সন্মান প্রদর্শন করেন।

সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব সুজন।

সুধী সমাবেশে প্রথম আলোর সব কর্মকাণ্ড, অর্জন, সাফল্য ও ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরে বক্তব্য রাখেন প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য দীপক কুমার রায় বলেন, প্রথম আলো পত্রিকা নিয়ে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বিষোদগার করেন, এতে প্রমাণিত হয়, বাক স্বাধীনতা বন্ধে সেই সরকার কতো বড় ফ্যাসিস্ট ছিলো। প্রথম আলো কারো হুমকি ধামকিতে সত্য প্রকাশে ভীতু ছিলো না, এখনো নেই। সেজন্য প্রথম আলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির অ্যাড. মোঃ আবু তাহের। তিনি বলেন, প্রথম আলোর আগের শ্লোগান ছিলো যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। এখন শ্লোগান হচ্ছে সত্যই সাহস। নিসন্দেহে চমৎকার একটা শ্লোগান। আমরা যে কোনো ঘটনার সত্যতা জানতে পত্রিকার কাছে যাই। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকার অন্যতম একটি পত্রিকা হচ্ছে প্রথম আলো। সে কারণে প্রথম আলো পত্রিকার কাছে আমাদের চাহিদা বেশি।

সুধী সমাবেশে লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহসান বলেন, প্রথম আলো শুধু মাত্র একটি পত্রিকা নয়, বাংলাদেশে গণতন্ত্র চর্চার জন্য একটি আলোক বর্তিকা। প্রথম আলো সত্যি, নিরপেক্ষতা ও মানুষের কথা বলার অধিকার সুরক্ষার জন্য সদা সচেষ্ট।

সুধী সমাবেশে ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক বলেন, প্রথম আলো দেশের কথা বলে, জাতির কথা বলে, মহান মুক্তিযুদ্ধের কথা বলে। প্রথম আলো একটি সাহসী পত্রিকা। প্রথম আলো এ কারণে জনপ্রিয়।

সুধী সমাবেশ প্রশ্নোত্তর পর্বে কথা বলেন লালমনিরহাট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক এস এম আবু হাসনাত রানা, নাট্য সংগঠক মাখন লাল দাস, লোক সংগীত চর্চা কেন্দ্র আরশীনগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম, অতিক্রম সামাজিক সংগঠনের আহবায়ক কবি হেলাল হোসেন কবির, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহবায়ক সুফী মোহাম্মদ এবং স্থানীয় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ ও লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone