লালমনিরহাটে “একতা, প্রচেষ্টা, সফলতা” স্লোগান নিয়ে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) লালমনিরহাট সদর উপজেলার নেতৃবৃন্দ এবং লালমনিরহাট জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।