লালমনিরহাটে “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ আরডিআরএস হলরুমে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় আরডিআরএস দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরডিআরএস বাংলাদেশ রংপুর বিভাগীয় প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সামাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসের সহকারী উপ-পরিচালক মোঃ সামিউল ইসলাম, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (নিবন্ধন) সুকান্ত সরকার, আরডিআরএস লালমনিরহাট আইকেয়ার সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত সরকার। বক্তব্য রাখেন আরডি়আরএস লালমনিরহাটের অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায় প্রমুখ। এ সময় আরডিআরএস লালমনিরহাটের অন্যান্য কর্মকর্তা ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।