লালমনিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে সিভিল সার্জন অফিস লালমনিরহাটের আয়োজনে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম প্রমুখ। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) রোকসানা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলামসহ লালমনিরহাট জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলায় মোট টিসিভি লক্ষ্য ৪লক্ষ ১৯হাজার ৪শত ৯৫জন শিশু। তন্মধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১লক্ষ ১২হাজার ৬শত ৭৫জন। রেজিষ্ট্রেশনের হার ২৬.৮৬%।