লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ডান চোখের পুরোপুরি এবং বাঁ চোখের আংশিক দৃষ্টি হারানো মিজানুর রহমান (৩৮) কে ৩টি গরু উপহার দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদরে মিজানুরের নিজ বাড়িতে গিয়ে গরুগুলো দিয়ে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সামসিয়ারা রহমান।
এ সময় লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, ওয়ারিয়র্স অব জুলাই লালমনিরহাট জেলা শাখা আহ্বায়ক আশিকুর রহমান, সংগঠক বিপ্লব হোসেন ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামসিয়ারা রহমান বলেন, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় এই উপহার মিজানুর রহমানকে দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মিজানুর রহমান ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি ৭৫ শতাংশ নষ্ট হয়ে যায়। বর্তমানে তাঁর পরিবারের আয়-রোজগারের সক্ষমতা না থাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দৃষ্টিশক্তি হারানো মিজানুর রহমানকে দেড় লাখ টাকায় ৩টি গরু কিনে দেওয়া হয়।
পাশে দাঁড়ানোর জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান মিজানুর রহমান। তিনি বলেন, এই সহায়তা আমার এবং আমার পরিবারের সদস্যদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ। আপনারা দোয়া করবেন, আমি যেন এর মাধ্যমে সংসারের উন্নয়ন ঘটাতে পারি।