অ-শান্তি
জীবনের গল্পগুলো অনেকবার ভাজিয়েছি
জীবনের আবেগগুলো পানির ভিতর ডুবিয়েছি
-জীবন তো চলার পথে হোছট খেয়ে দেবে ছিলো
-জীবন তো মমতাময় মানুষগুলো কেঁপে দিলো
এই জীবন ভক্তি করে শক্ত হয়েও সব হারালো
এই জীবন কল্পনাতে আপন ভেবে দুঃখ পেলো
-এই জীবন থেকে সময় যত চলে গেছে
-এই জীবন থেকে রক্ত ঝড়ে ঘাম হয়েছে
জীবন তবু পায়নি কোন সমাধানের দেখা
জীবন শক্তি দিয়ে লড়াই করে লাগে একা
-জীবনের নিশ্বাস কতো নিশ্চয়তা রইলো পরে
-জীবনের বিশ্বাস করা মানুষের প্রেমে অশ্রু ঝরে…
২৪ সেপ্টেম্বর, ২০২৫