লালমনিরহাটে নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাটের শহীদ সোহরাওয়ার্দী মাঠ ময়দানে নবাবেরহাট আদর্শ ক্লাবের আয়োজন এ কিশোর ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। উদ্বোধক ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন। এ সময় লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা বাদল কুমারসহ নবাবেরহাট আদর্শ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।