লালমনিরহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের থানা রোডস্থ ইনার হুইল ভবনে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট-৩২৮ এর আয়োজনে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮, ইনার হুইল ক্লাব অব মেট্রোপলিটান ঢাকা, গুলশান, ঢাকা নাইটিংগেল, ঢাকা নর্থ ইস্ট, বারিধারা, ঢাকা কসমোপলিটান, উত্তরা, গ্রেটার ঢাকা, জাহাঙ্গীরনগর ঢাকা, ঢাকা পেরিউইংকেল, ইস্কাটন, ঢাকা মিডটাউন, দিনাজপুর এবং চাপাই নবাবগঞ্জ এর সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট তাজিন চৌধুরী, চার্টার সদস্য আইনুন নাহার নিংকু, ভাইস প্রেসিডেন্ট-২ হাসিনা আক্তার মিলা, সেক্রেটারী মৌমিশ মিতু, ট্রেজারার তসলিমা বেগম, ক্লাব করেসপন্ডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সদস্য আলেমা জাহান, রেখা রানীসহ অন্যান্য সদস্য ও সুবিধা ভোগীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বন্যার্ত ১০০জনের মাঝে চাল, ডাল, তেল ও লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।