লালমনিরহাটে এবার ৩দিন ব্যাপী ফিড ক্যারিয়ার কনফারেন্স ও জব ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হবে।
আগামী শনিবার থেকে সোমবার (১৩ থেকে ১৫ সেপ্টেম্বর) পর্যন্ত লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বহুল প্রতীক্ষিত ফিড ক্যারিয়ার কনফারেন্স ও ভাব ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার স্নাতক (চলমান), স্নাতকোত্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, নার্সিং শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ কনফারেন্স আয়োজন করছে ফাউন্ডেশন ফর ইয়ুব ডেভেলপমেন্ট (ফিড)। ফিড একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, যা ১২-৩৫বছর বয়সী তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের সুযোগ তৈরি করার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।
সংগঠনটির প্রেসিডেন্ট নাসরীন নাহার জেনেভা বলেন, প্রশিক্ষণ, উদ্যোক্তা বান্ধব পরিবেশ, সঠিক কর্মসংস্থান, নাগরিক সম্পৃক্ততা, টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে, আমরা এমন সুদক্ষ যুব সমাজ গড়ে তুলতে চাই যারা ব্যবসায়িক উদ্যোগ ও উদ্ভাবনে নেতৃত্ব দেবেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন এবং পরিবেশ রক্ষায় অাগ্রণী ভূমিকা পালন করবেন। সর্বোপরি, তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সঠিকভাবে এবং আনন্দের সঙ্গে পালন করবেন।
কনফারেন্সের মূল আকর্ষণ হচ্ছে জব ফেয়ার, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি দেশের শীর্ষ স্থানীয় ও সুপরিচিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এখানে শুধু চাকরির আবেদন নয়, বরং তাৎক্ষণিক নিয়োগ ও ইন্টার্নশিপের সুযোগ থাকবে, যা তরুণ চাকরি প্রার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে। বিশ্ব বাজারের বাস্তব চাহিদার সঙ্গে সরাসরি পরিচিত হয়ে নিজেদের দক্ষতাকে যাচাই ও উপস্থাপনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
এর পাশাপাশি থাকবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, যেখানে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব প্রদানের দক্ষতা এবং নেটওয়ার্কিং-এর উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টারেক্টিভ কাউন্সেলিং সেশন-এ কর্পোরেট লিডার ও পেশাদারদের সঙ্গে একান্ত আলাপচারিতার মাধ্যমে মূল্যবান দিকনির্দেশনা পাওয়া যাবে। পাশাপাশি, অংশগ্রহণকারী ও মূলধারার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি হবে। বিশেষ আকর্ষণ হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ আয়োজন করছে রঙের উৎসব ‘কালার কার্নিভাল”, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজন তরুণদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করবে।
অংশগ্রহণে আগ্রহীরা আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নিয়ে প্রদত্ত গুগোল ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক নিম্ন উর্দ্ধৃত হলো: https://forms. gle/Kn77SQJ3vAxsJSYAS