শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী আবুল কাশেম-এঁর ইন্তেকাল

বিশিষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী আবুল কাশেম-এঁর ইন্তেকাল

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী গ্রামের বাসিন্দা, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ সভাপতি ও ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সদস্য এবং বিশিষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী আবুল কাশেম (৭৫) বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পর দিন বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জানাযা নামাজ শেষে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৩কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ মরহুম আবুল কাশেম-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone